বাবলী আকন্দঃ সমাজে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা হয় না, সে সমাজ মৃতপ্রায়। সে মৃতপ্রায় সমাজকে তুলে ধরার জন্য থিয়েটার অনেক গুরুত্বপূর্ণ। কেননা একমাত্র থিয়েটারই একটি সর্ববৃহৎ যৌথ পরিবার। এখানে প্রত্যেকে প্রত্যেকের আত্মার আত্মীয়।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজিত তিন দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় অভিনয় কর্মশালার সমাপনী অনুষ্ঠান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আজ অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে বিশিষ্ট অভিনেত্রী ও কর্মশালার প্রশিক্ষক নুনা আফরোজ বলেন, শিল্পের সাথে কম্প্রোমাইজ চলে না, সময়ানুবর্তীতা, অধ্যবসায় ও পরিশ্রমের মধ্য দিয়ে থিয়েটার চর্চা করতে হয়। তাই থিয়েটারে সততা এবং শৃঙ্খলা বেশি প্রয়োজন। আর সেটা আছে বলেই এখনো থিয়েটার অঙ্গনের মানুষ এখনো সবচাইতে ভালো মানুষ হিসেবে বেঁচে আছেন। থিয়েটার শুধু শিল্পী সৃষ্টি করে না, সৃজনের আনন্দ নিয়ে প্রকৃত মানুষ গড়ে তোলে।
এসময় গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ আজহার হাবলু এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি মন্ডলীর সদস্য ও ময়মনসিংহ বিভাগের সভাপতি শাহাদাত হোসেন খান হীলু, গ্রুপ থিয়েটারের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল হালীম আজিজ, লোককৃষ্টি সংস্থার সাধারণ সম্পাদক এডঃ আবুল কাশেম, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কংস থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শ্যামল, সদস্য শরীফ মাহফুজ আপেল ও মহিলা সদস্য আইরিন আক্তার পুষ্প, প্রশিক্ষণার্থী বাঁশরী ও অরিজিন উৎস।
উপস্থিত ছিলেন গ্রুপ থিয়েটারের বিভিন্ন নাট্য সংগঠনের ৪০ জন প্রশিক্ষণার্থী। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।