হালুয়াঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষণগণনার শুভ উদ্বোধন
পূর্বময় ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুভ উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের হালূয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম. সহকারী কমিশনার ভুমি তানভীর আহাম্মেদ সহ সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, ব্যাবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট এন্ড ইলেক্ট্রনিক্স সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনগন অংশ গ্রহন করেন। পরে সানফ্লাওয়ার মডেল স্কুলে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার অনুষ্ঠিত হয়।