বাবলী আকন্দঃ থিয়েটারের প্রশিক্ষণ শুধুমাত্র অভিনয়ের জন্যই শুধু নেয়া এমন নয়। প্রতিটি মানুষকে একজন সঠিক এবং আদর্শ মানুষ সর্বোপরি একজন মানবিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। একজন সংস্কৃতিবান মানুষ অপরাধী হতে পারে না।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে ময়মনসিংহে তিনব্যাপী বিভাগীয় অভিনয় কর্মশালা গতকাল শুরু হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে আছেন নূনা আফরোজ এবং অভিজিৎ গুপ্ত সেন।
এসময় প্রশিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সভাপতি মন্ডলীর সদস্য ও ময়মনসিংহ বিভাগের সভাপতি শাহাদাত হোসেন খান হীলু।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরজু পারভেজ, গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহ আজহার হাবলু, সদস্য শরীফ মাহফুজ আপেল ও মহিলা সদস্য আইরিন আক্তার পুষ্প এবং লোককৃষ্টি সংস্থার সাধারণ সম্পাদক এডঃ আবুল কাশেম সহ অন্যান সংগঠনের কর্মকর্তাগন।
গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সকল সংগঠনের প্রায় ৪০ জন সদস্য কর্মশালায় অংশগ্রহণ করে।