স্টাফ রিপোর্টার ঃ আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা। শিশুরা সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে উঠলে সোনার বাংলার নেতৃত্ব তারাই দিবে। শিশুদের সুশিক্ষা দেয়ার ক্ষেত্রে অভিভাবকগণের সচেতনতা খুবই জরুরী।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও শিশুদের আকৃষ্ট করতে হবে। আজ ছায়া বিদ্যাপীঠ মডেল স্কুলে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন অতিথিবৃন্দ।
শীত বস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের প্রতিনিধি অমিত রায়, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মীর গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, মাই টিভির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, মাছরাঙার প্রতিনিধি মোঃ শরীফুজ্জামান টিটু, বিটিভির ক্যামেরাপারসন ইব্রাহীম মুকুট, ছায়া বিদ্যাপীঠ মডেল স্কুলের পরিচালক নয়ন ইসলাম অনন্ত, বাবলী আকন্দ।
উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুমা রানী বর্মণ, ফারজানা ইয়াসমিন পলি, খাদিজা আকন্দ আশা, ওহাবুল ইসলাম হৃদয়, লাবনী আক্তারসহ অভিভাবকবৃন্দ।