পূর্বময় ডেস্কঃ
জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম-এর জন্মদিন পালিত হয়েছে। প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার আয়োজনে ও কলামিস্ট মোমিন মেহেদী নিবেদিত সাহিত্য-সাংস্কৃতিকধারা শীর্ষক আয়োজনে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, অনুপ্রাসের সভাপতি কবি জব্বার চিশতী, মুন্সিগঞ্জ সেভ দ্য রোড-এর সাধারণ সম্পাদক ব্লগার শাহাদাত হোসেন শিপু ও ঢাকা মহানগর দক্ষিণ সেভ দ্য রোড-এর যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন। জাতীয় সাংস্কৃতিকধারার পৃষ্টপোষক কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গান পরিবেশন ও কবিতা পাঠ করেন কবি বিমল সাহা, কবি মামুন বাবুল, শিল্পী মো. শরীফ, সংগঠক হরিদাস সরকার, মমতাজ মেহমুদ প্রমুখ।
জাতীয় সাংস্কৃতিকধারার কার্যালয়ে ৩ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত আয়োজনে জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম বলেন, নতুন প্রজন্মেও প্রতিনিধিরা লোভ মোহের রাস্তা থেকে সরে এসে সাহিত্য -সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে আসছে। আমি মনে করি- এভাবেই বাংলাদেশকে ভালোবেসে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে এগিয়ে যেতে হবে।