পূর্বময় ডেস্কঃ
“প্রিয়জন আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা- ২০২০ “এর মহা মিলন মেলা অনুষ্ঠিত হয় গত ০৩-০১-২০২০ রোজ শুক্রবার ।
কচি কাঁচার মেলা সেগুনবাগিচা ঢাকায় অনুষ্ঠিত প্রিয়জন আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননায় কবি মেহের আফরোজা নাহিদ এর হাতে কবি সম্মাননা স্মারক তুলে দেন জীবন্ত কিংবদন্তী সময়ের প্রধান কবি নির্মলেন্দু গুণ।
এ ছাড়াও উপহার হিসেবে আরো ছিল একটি কবি ব্যাগ, একটি ক্যালেন্ডার ও একটি উত্তরীয়।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি অসীম সাহা,কবি টিপু রহমান ,কবি ও অভিনেতা এ বি এম সোহেল রশীদ,কবি খান আক্তার হোসেন আরও দেশ বিদেশ থেকে আগত কবিবৃন্দ।