আসাদ তালুকদারঃ নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে কমলা আক্তারের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টায় দুর্বৃত্তরা আকষ্মিকভাবে দেশীয় অস্ত্র দিয়ে বাড়িঘরে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রতিবাদ করলে কমলা আক্তারের উপর চড়াও হয় সন্ত্রাসীরা।এ সময় সন্ত্রাসীবাহিনী বাড়িঘরে হামলাসহ ভাংচুর করে নগদ অর্থ নিয়ে যায় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
কমলা আক্তার বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাম্প্রতিক সময়ে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী আসাদুল হক ভুঞার পক্ষে কাজ করায় এ হামলার শিকার হয়েছেন বলে জানান কমলা আক্তার ও তার স্বজনরা। এর আগে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুুল গণি ও শিক্ষক ফজলুল হককে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে।
এব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, আমরা এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নিব।