বাবলী আকন্দ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে ক্ষণগণনা (কাউন্ট ডাউন) আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। সারাদেশে সাজ সাজ রব। বাদ যাচ্ছে না ময়মনসিংহও। ময়মনসিংহেও বিরাজ করছে আনন্দমুখর পরিবেশ। সেই আনন্দ আর টান টান উত্তেজনায় হাতে নেয়া বিভিন্ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ণাঢ্য আয়োজনে রয়েছে শহরের টাউনহল মোড়ে সৈয়দ নজরুল ইসলাম ভাস্কর্য এর সামনে এলইডি ডিভাইস সম্বলিত ঘড়ির ব্যবহার, আলোকসজ্জার ব্যবস্থা, সরকারী, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনগুলোতে রঙ করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালীসহ রয়েছে নানা আয়োজন।
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে ক্ষণগণনা (কাউন্ট ডাউন) এর শুভ উদ্বোধন সম্পর্কিত ও মুজিববর্ষ ২০২০ পালন উপলক্ষে সমন্বয় সভায় তা তুলে ধরেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণীয় করে রাখতে তাঁর জন্মশতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ দিনটি উদযাপনের লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। ক্ষণগণনা উদ্বোধন উপলক্ষে শহরে বঙ্গবন্ধু ব্যতীত এমনকি প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত কোন ব্যানার, ফেষ্টুন টানানো যাবে না। সারা শহরময় শুধুমাত্র বঙ্গবন্ধুর বিভিন্ন বাণী, উক্তিসহ ছবি প্রদর্শিত করা হবে। এছাড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুঁইয়া, জেলা পুলিশসুপার মোহাঃ আহমার উজ্জামান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।