সম্রাট পারভেজ, জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আজ রবিবার প্রথমবারের মতো কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত।কুয়াশায় সু আশায় কহ কুশলাদি প্রতিপাদ্যকে সামনে নিয়েই শেষ হল উৎসবের একটি দিন।
শিক্ষার্থীদের উদ্যোগে গণ-অর্থায়নে কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠান টি আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্যোগে গণ-অর্থায়নে কুয়াশা উৎসব-
উৎসবের ব্যয়ের সম্পূর্ণ টাকা গান গেয়ে গেয়ে সংস্কৃতির পুরনো দিন গুলো স্মরন করার মাধ্যমে উত্তোলন করেছে শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ বিভিন্ন এলাকা থেকে।সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীর উদ্যোগে গণ-অর্থায়নে আজকের মত আগামীকালও আয়োজিত হবে এই উৎসব।
আর এই আজকের এই বর্ণাঢ্য আয়োজনে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, আদিবাসী নৃত্য, কবিতা আবৃত্তি,সাহিত্য আলোচনা,ফানুস উড়ানো,নজরুল ট্রিবিউট প্রোগ্রাম, শিকল মিউজিক্যাল টিম,পারফর্মেন্স আর্ট,দৈত্যদলের গান,বাংলা ফাইভের মাধ্যমে সমাপ্তি ঘঠে আজকের বিশাল উৎসব মুখর একটি সন্ধ্যা।
একদিন কুয়াশার এই মাঠে,কুয়াশায় সু আশায় কহ কুশলাদি সকলের জন্য উন্মুক্ত ছিল বলে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় ছাড়াও সংস্কৃতি প্রিয় ব্যক্তিদের আগমে আজকের মতো আগামীকাল সকালে আয়োজিত হবে ক্লাসিক্যাল মিউজিক, ইন্সট্রমেন্টাল নৃত্য।আর তারই ধারাবাহিকতায় বিকাল থেকে আয়োজন করা হবে কবিতা আবৃত্তি, আদিবাসী নৃত্য,ষড়ঙ্গ,দ্বাপদল,আচড়,ফোরকাস্ট,বর্তমান,বারামখানা,স্বরব্যাঞ্জো ও মাদলের মত ব্যান্ড।আজকের উৎসবে দর্শকদের মাতিয়েছে বাংলা ফাইভ,স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল।
উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তালের পাতায় নকশা এঁকে বিলানো হচ্ছে নিমন্ত্রণ পত্র।আজকের সন্ধ্যায় উদ্বোধনের বক্তৃতায় মাননীয় উপাচার্য মহোদয় বলেন,”আজকের এই উৎসব এর মাধ্যমে শীতের মাঝে কুয়াশার আমেজ কে সারা দেশে ছড়িয়ে দিতে এবং অতীতের সংস্কৃতিকে পুনরায় ফিরে পাওয়ার জন্য এবছরের ন্যায় প্রতিবছর পালন করা হবে এই কুয়াশা উৎসব”।