পূর্বধলা প্রতিনিধিঃ
আজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় জালশুকা রেল স্টেশনের সাথে রামপুর গ্রামের রনি(১৬) এবং রানা (১৭) নামে দুই ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। রনির বাবা মোবারক হোসেন ও রানার বাবার নাম আবুল হাসিম,,, তারা সম্পর্কে মামাত ফুফাতো ভাই। রনি শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী ছিল এবং রানা একাদশ শ্রেণীতে পড়াশুনা করতো। তাদের মৃত্যুতে বন্ধু মহল সহ এলাকায় শোক বিরাজ করছে এবং তাদের পরিবারে চলছে শোকের মাতম।