পূর্বময় ডেষ্ক ঃ ময়মনসিংহ রেলস্টেশন সম্মুখস্হ উদ্ধারকৃত খালি যায়গায় দৃষ্টিনন্দন চত্বর নির্মাণসহ ৮ দফা দাবীতে জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির পক্ষ থেকে আজ ২৭ ডিসেম্বর সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানবাহন চলাচলে ওভারপাস ও পথচারী চলাচলে আন্ডারপাস নির্মাণের দাবীসহ যাত্রীবান্ধব স্টেশন ভবন, প্লাটফর্ম নির্মাণ, দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা রেলওয়াগানসহ অন্যান্য অব্যবহৃত ও অপ্রয়োজনীয় দ্রব্যাদি অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা, জয়দেবপুর থেকে ময়মনসিংহ, জামালপুর, তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ডুয়েল গেজ ডবল রেললাইন স্থাপনে সরকারীভাবে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ময়মনসিংহ বিভাগের সকল জেলাকে আন্তঃনগর রেল যোগাযোগের আওতায় আনা,আন্তঃনগর ট্রেনে ময়মনসিংহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি, ময়মনসিংহ থেকে সিলেট আন্তঃনগর ট্রেন চালু এবং ময়মনসিংহ থেকে ঢাকা ট্রেনের সময়সূচী যাত্রীবান্ধব করার দাবী স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি হস্তান্তর করেন জনউদ্যোগের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু।
এ সময় উপস্হিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন, সদস্য অ্যাড. আবুল কাশেম, অ্যাড. আব্দুল মোত্তালেব লাল, ইয়াজদানী কোরায়শী কাজল, খন্দকার সুলতান আহমেদ, স্বাধীন চৌধুরী, সজল কোরায়শী, অধ্যাপক লুৎফুন্নাহার, অহনা নাসরীন, অ্যাড. মতিউর রহমান ফয়সাল, শুভ্র চক্রবর্তী, আদিলুজ্জামান, রুশো, নাজনীন লাকী প্রমুখ।
বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্মারকলিপি গ্রহন করেন।
এছাড়া বিভাগীয় কমিশনারের মাধ্যমে রেল মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, রেল সচিব, রেলওয়ের মহাপরিচালক বরাবরেও স্মারকলিপি প্রেরণ করা হয়।