শিমুল শাখাওয়াতঃ
গত ২৩ ডিসেম্বর২০১৯ রোজ সোমবার রাত ৮ টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম শাহীন এর আয়েজনে এই মিনি টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করে টানা ৭ দিন খেলা শেষে তাফসীর এফসি বনাম তাসীন ফাইটার্স ফাইনালে আসে (উল্লেখ্য প্রতিদিন রাত ৭ টায় খেলা শুরু হতো, ৫০ মিনিট করে ৪ দলের মোট ২ টি করে খেলা প্রতিদিন হতো এবং প্রতি দলে ৬ জন করে খেলতেন)।
ফাইনাল খেলা শুরু হয় রাত ৮টায় টানা ৫০ মিনিট খেলায় কোন রেজাল্ট না আসায় কমিটির সিদ্ধান্তে আরও ১০ মিনিট বাড়িয়ে দেওয়া হয় তাতেও কোন রেজাল্ট না আসায় ট্রাইবেকার দেওয়া হয়। ট্রাইবেকারে ২.০ গোলে তাফসির এফসি কে হারিয়ে তাসীন ফাইটার্স বিজয়ী হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুজ্জামান আকন্দ পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবুল হাশিম দর্জি, প্রাক্তন মেম্বার আব্দুল হামিদ মাষ্টার এবং রেফারির দায়িত্ব পালন করেন সাবেক মেম্বার মহসীন মড়ল।
ধারা ভাষ্যকার এর দায়িত্ব পালন করেন মোঃ কামাল মিয়া।
উক্ত খেলায় জার্সি ও রানার্সআপ পুরষ্কার নোভা ব্লেন্ডার মেশিন স্পন্সর করেন নোভা ইলেকট্রনিক্স এর পূর্বধলা উপজেলা এক্সক্লুসিভ ডিলার এস.এম. ইলেকট্রনিক্স এর কর্ণধার শেখ মোঃ শাখাওয়াত হোসেন শিমুল।
খেলা শেষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর পূর্বধলা উপজেলার সভাপতি শাহিনুল ইসলাম শাহীন ও অতিথিদের কাছ থেকে বিজয়ী দলের পক্ষে ২৪” এলইডি টিভি গ্রহন করেন তাসীন ফাইটার্স এর অধিনায়ক আমীর আলী উজ্জল এবং রানার্সআপ পুরষ্কার নোভা ব্লেন্ডার গ্রহণ করেন তাফসীর এফসির অধিনায়ক মোঃ আলম।