আসাদ তালুকদারঃ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীদের ফরম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ছাত্রছাত্রীরা ফরম ফিলাপের অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টির প্রতিবাদ করলে ছাত্রছাত্রীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কলেজটির সহকারী অধ্যাপক সারোয়ার জাহান মামুন।
এসময় মশিউর রহমান বাপ্পী নামে একজন ছাত্রনেতা জানান, কলেজটির শিক্ষক মামুন ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়। পরে সেসব শিক্ষার্থীদের গরীব দেখিয়ে কলেজ ফান্ডে কম টাকা জমা দেয়। এবিষয়ের প্রতিবাদ করায় আমার উপর হামলা চালিয়েছে মামুন স্যার।
এব্যাপারে কলেজটির অধ্যক্ষ আবুল কালাম সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এবিষয়ে নেত্রকোণা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, বিষয়টি আমরা শুনেছি, সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।