পূর্বময় ডেষ্ক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ শহরে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ শোভাযাত্রা বের করে। সকাল ১০ ঘটিকায় টাউনহল চত্ত্বর হতে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংগঠনের উপদেষ্টা অারজু শেখের সভাপতিত্বে জমায়েত অনুষ্ঠিত হয়। জমায়েতে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম রিপন, শিহাব হাসান, সৈয়দ অারমান ইমন, শাহরিয়ার অাহমেদ অাশিক, সুজয় বসাক, বাসুদেব সাহা, অজিত কুমার প্রমূখ।