পূর্বধলা প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি ও উপজেলা জাতীয়পার্টিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর নেতৃত্বে উপজেলা পরিষদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান এর নেৃতত্বে পূর্বধলা থানা, কোম্পানি কমান্ডার মোঃ সিদ্দিক ও নূরুল আমিন মন্ডল টুটুল এর নেতৃত্বে আনসার বিডিপি, সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর নেতৃত্বে পূর্বধলা প্রেসক্লাব, অজয় সিনহা এর নেতৃত্বে দূর্নীতি প্রতিরোধ কমিটি, শুধাংশু শেখর তালুকদার এর নেতৃত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি, সভাপতি মোঃ মুসলেম উদ্দীন ফকির এর নেতৃত্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঝলমল মারিয়া’র নেতৃত্বে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর পূর্বধলা এপি, লিপিয়া খাতুন এর নেতৃত্বে পূর্বধলা পল্লী বিদ্যুৎ সমিতি, আব্দুল কাদির এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সভাপতি এম.এ হাকিম এর নেতৃত্বে উদিচী শিল্পী গোষ্ঠি, অধ্যাপক মোঃ ফজলুল হক বাবুল ও অধ্যাপক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে পূর্বধলা সরকারি কলেজ, মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে রিপোর্টাস ক্লাব, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, সাধারণ সম্পাদক নূরুল আমিন খান পাঠান খান শওকত এর নেতৃত্বে উপজেলা যুবলীগ, মোঃ সায়দুর রহমান এর নেতৃত্বে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ওয়াহিদুজ্জামান আজাদ এর নেতৃত্বে উপজেলা বাংলাদেশ জাতীয় পার্টি, মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে জাতীয় তরুন সংঘ সাংবাদিক ফোরাম, সাধারণ সম্পাদক সঞ্জিত কর এর নেতৃত্বে পূর্বধলা বাজার বণিক সমিতি, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।