পূর্বধলা প্রতিনিধিঃ গত রাত আনুমানিক ২ঘটিকায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার স্টেশন বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের লোকদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পূর্বধলা স্টেশন বাজারের সোনালী ফার্মেসী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকান্ড ঘটেছে বলছেন সবাই। পরক্ষণেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ৩ঃ৩০ মিনেটের দিকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে ১৬ টি দোকান ও একটি বাসাবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান তাদের দোকানের মাল ও নগদ টাকা সহ প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান ও প্রেসক্লাব এর সভাপতি সৈয়দ আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।