বাবলী আকন্দ : ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের জন্য ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি এমপি। তিনি বলেন, সাংবাদিকতা যেন অপসাংবাদিকতায় পরিণত না হয় সেজন্য প্রশিক্ষণের গুরুত্ব অনেক। নবীনদের যেন প্রশিক্ষণে সুযোগ দেয়া হয় তবে প্রবীণদের বাদ দিয়ে নয়। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। আর সেই লক্ষেই সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ জরুরী। স্বচ্ছতা ও প্রকৃত সংবাদ তুলে ধরার মধ্য দিয়ে সাংবাদিকতার চর্চা করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক শেখ মহিউদ্দিন আহমদ, প্রশিক্ষণের সমন্বয়কারী পি আইবি এর প্রশিক্ষক মোহাম্মদ শাহআলম সৈকত।
বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকগণ তাঁদের অনুভূতি ব্যক্ত করে প্রশিক্ষণের সময়কাল বাড়ানোর ব্যাপারে মতামত দেন। সঞ্চালনায় ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল হোসেন।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর হতে ১৩ ডিসেম্বর তিনব্যাপী এ প্রশিক্ষণে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ৩৫ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংবাদ তৈরী, অনুসন্ধানী প্রতিবেদন থেকে শুরু করে ফিচার লেখা পর্যন্ত বিভিন্ন মৌলিক বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
গত তিনদিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন, এম আই ডি এর অনুসন্ধান রিপোর্টিং বিভাগের প্রধান বদরুদ্দোজা বাবু, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মাসরুর জামান রনি। বক্তব্য শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।