শিমুল শাখাওয়াতঃ
সাহিত্য দিগন্ত পান্ডুলিপি পুরষ্কার ২০১৯ পেয়েছেন ময়মনসিংহের স্বনামধন্য কবি সালমা বেগ।
গত ০৬ ডিসেম্বর ঢাকা সাহিত্য পরিষদ এবং সাহিত্য দিগন্ত আয়োজিত নির্বাচিত ৫০ কবির কবিতাপাঠ, আড্ডা এবং পান্ডুলিপি পুরষ্কার ২০১৯ ঢাকা এলিফ্যান্ট রোড এর দীপনপুর অনুষ্ঠিত হয়।
কবি সালমা বেগ বলেন, পুরষ্কার পেলে আনন্দ লাগে সেটা ছোট হউক, বড় হউক আর লেখার প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। উক্ত অনুষ্ঠানে দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও লেখক উপস্থিত ছিলেন।