পূর্বধলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিব বর্ষ’ কে সামনে রেখে ‘বাল্য বিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ’ ঘোষণা করায় নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার র্যালি, মানববন্ধন, গণস্বাক্ষরতা অভিযান ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহি অফিসার উম্মে কুলসুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, শারমিন সুলতান সুমী আকন্দ, সহকারি কমিশনার (ভূমি) ফৌজিয়া নাজনীন, ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান প্রমুখ। র্যালি ও মানবন্ধন শেষে উপজেলা পরিষদ চত্বরে বাল্যবিবাহ প্রতিরোধে গণস্বাক্ষর ও শপথ বাক্য পাঠ করানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান বাল্য বিবাহ মুক্ত ময়মনসিংহ বিভাগ গড়তে সারা উপজেলায় বিভিন্ন স্তরের প্রায় ২৩৮ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
উপজেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার ৪শত ২২জন শিক্ষার্থী শপথ গ্রহণ করে।