বাবলী আকন্দ : সাহিত্যে ও সাংবাদিকতায় ময়মনসিংহের প্রেসক্লাব পদক আগামীতে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক হয়ে উঠবে। গতকাল প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মো:মিজানুর রহমানের সভাপতিত্বে ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রাপ্তদের হাতে সম্মাননা ও পদক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সহসভাপতি ডা. কে আর ইসলাম, নওয়াব আলী, পদক উপ কমিটির আহবায়ক অধ্যাপক আতিকুর রহমান, ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক শেখ মহিউদ্দিন আহাম্মদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গুণীজনদের নিয়ে লেখা মানপত্র পাঠ করেন নাট্যকার ও সাহিত্যিক ফরিদ আহম্মেদ দুলাল।
২০১৬ সালের পদকপ্রাপ্তরা হচ্ছেন সাংবাদিকতায় মজিবুর রহমান খান ফুলপুরী (মরণোত্তর), সাহিত্যে সাজাহান শিরাজী (মরণোত্তর), ২০১৭ সালে সাংবাদিকতায় আবদুল হাসিম, সাহিত্যে নাসরিন জাহান, ২০১৮ সালে সাংবাদিকতায় মোল্লা জালাল ও আতাউল করিম খোকন, সাহিত্যে জাহাঙ্গীর ফিরোজ, ২০১৯ সালে সাংবাদিকতায় মুহম্মদ আবদুল লতিফ, সাহিত্যে গাউসুর রহমান। পদকপ্রাপ্তির পর গুণীজনেরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।
উল্লেখ্য ১৯৮৬ সাল থেকে সাহিত্য ও সাংবাদিকতায় ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করা হচ্ছে। ময়মনসিংহ প্রেসক্লাবের ঐতিহ্যময় কর্মকান্ডের অন্যতম অনুষঙ্গ হচ্ছে বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চা। আগামীতেও এ চর্চা অব্যাহত থাকবে বলেই সবার প্রত্যাশা।