আসাদ তালুকদারঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক ইদ্রিস আলী কর্মস্থলে অনুপস্থিত গত ছয় বছর যাবত।
২০১৩ সালের ডিসেম্বর মাসে ডেপুটেশনে গাজীপুর চলে যান ইদ্রিস আলী। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি সেখানেই আছেন। কিন্তু, বেতন-ভাতাসহ সবধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন বারহাট্টা থেকে। ইদ্রিস আলীর কর্মস্থল বারহাট্টায় দীর্ঘদিন উপস্থিত না থাকায় দাপ্তরিক বিভিন্নকাজে প্রায়শই দেখা দিচ্ছে নানা ধরনের জটিলতা। বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসে সেবা নিতে আসা শিক্ষকরা হয়রানির শিকার হচ্ছেন হরহামেশাই।
এব্যাপারে ইদ্রিস আলী জানান, সাবেক ডিজি আমাকে গাজীপুরে এনেছেন। আমি বারহাট্টায় না থাকাতে হয়তো কিছু সমস্যা হতে পারে, এতে আমার কি করার আছে।
এব্যাপারে বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, ইদ্রিস আলীর বিষয়টি আমার জানা নেই তবে ডেপুটেশন এ যাওয়াটা জনগনের সেবাপ্রাপ্তির সুবিধার্থেই।
কিন্তু, ইদ্রিস আলী ৬ বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় বারহাট্টা শিক্ষা অফিসে সেবা নিতে আসা জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, অনুপস্থিতিতে সেবায় ব্যাঘাত ঘটাটা স্বাভাবিক। বিষয়টি আমি খোঁজ নিয়ে জানাবো।
এবিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়ল্লাহ শাহীন জানান, বিষয়টি নিয়ে আমরাও ভোগান্তিতে আছি। উর্ধতন কর্তৃপক্ষকে বারবার জানালো হলেও এর কোন সুরাহা পাইনি।