স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সম্মুখস্হ উদ্ধার হওয়া বিশাল জায়গা বৈধ কিংবা অবৈধ কোনভাবেই যেন পুনর্দখল হয়ে না যায় এবং উদ্ধারকৃত যায়গায় দৃষ্টিনন্দন রেলচত্বর নির্মাণ, ভরাট হওয়া ও অবৈধ দখলে যাওয়া পুকুর-জলাশয়গুলো উদ্ধার, ডুয়েলগেজ ডাবল রেললাইন স্হাপন, বিভাগীয় মেগা শহর প্রকল্প বাস্তবায়ন, শহীদ মিনারটি সারা বছর উন্মুক্ত রাখাসহ ১৮ দফা দাবীতে জনউদ্যোগ আজ বেলা ৩:১৫ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি স্মারকলিপি গ্রহণ করে অচিরেই দাবী বাস্তবায়নে সভা আহ্বান করে কার্যকর পদক্ষেপের আশ্বাস দেন।
স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্হিত ছিলেন, জনউদ্যোগের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, সদস্য অ্যাড. আবুল কাশেম, অ্যাড. আব্দুল মোত্তালেব লাল, খন্দকার সুলতান আহমেদ, স্বাধীন চৌধুরী, অহনা নাসরীন, অ্যাড. তাজুল ইসলাম খোকন, আঃ কাদের চৌধুরী মুন্না, জাকিয়া শম্পা প্রমুখ।