পূর্বময় ডেস্কঃ
সাভার ঢাকা, ডিসেম্বর ৮, ২০১৯, পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং জটিল সংঘাত সংবেদী বিষয়ে ইন-ডেপথ প্রতিবেদন প্রস্তুত করার লক্ষ্যে জাতীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মিডিয়া ট্রেইনারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) এর উদ্যোগে ও ইন্টারনিউজের সহায়তায় ৭-৯ ডিসেম্বর ২০১৯ তারিখ সাভার সিসিডিবি হোপ-এর প্রশিক্ষণ কক্ষে শুরু হলো সংঘাত সংবেদী সাংবাদিকতা শীর্ষক তিনব্যাপী কর্মশালা।
কর্মশালার উদ্দেশ্য ছিলো সংঘাতময় ইস্যু নিয়ে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহ ও সম্প্রচারে কর্মরত সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও প্রতিবেদন তৈরিতে প্রকৃত ঘটনা/চিত্র উপস্থাপনে সাংবাদিকদের সচেষ্ট করা। কর্মশালায় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিনিধিসহ মোট ১৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের সংঘাতের ধরন, উৎস এবং এর পেছনের কারণসমূহ, সংঘাতের তাত্ত্বিক বিশ্লেষণ, সংবেদী সাংবাদিকতার প্রয়োজনীয়তা, সংঘাত সংবেদী সাংবাদিকতার মূল বিষয়সমূহ এবং সাংবাদিকদের ভূমিকা, সংঘাত সংবেদী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অবশ্য লক্ষণীয় বিষয়সমূহ, সংঘাত এবং সংঘাত পরবর্তী চিত্র: ইত্যাদি সংক্রান্ত প্রতিবেদন তৈরিতে লক্ষণীয় বিষয়সমূহ, নাগরিক সংঘাত এবং শান্তি প্রক্রিয়া সংক্রান্ত প্রতিবেদন তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনার বিষয়গুলো হলো সংঘাতের স্বরূপ নির্ধারণ ও রহস্য উদ্ঘাটন, সংঘাতের কারণ এবং সংঘাতের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা, সংঘাত সংবেদী সাংবাদিকতার প্রতিবেদনের বৈশিষ্ট্য, কিভাবে একজন সাংবাদিক সংঘাত সংবেদী অবস্থা নিরসনে ভূমিকা রাখতে পারে, সংঘাত সংবেদী সাংবাদিকতায় সাংবাদিকের ভূমিকা ও চ্যালেঞ্জসমূহ, এবং কার্যক্রমের জন্য করণীয়সমূহ, সংঘাতকে বোঝা এবং এটি সাংবাদিকদের জন্য কি ক্ষেত্র তৈরি করতে পারে, ভারসাম্যমূলক প্রতিবেদনের চর্চা। সংঘাত বিষয়ক প্রতিবেদন: প্রাথমিক অভিজ্ঞতাসমূহ, সংঘাত সংবেদী সাংবাদিকতার মৌলিক বিষয়াবলীর ধারণা এবং ভাষা কি হতে পারে, সংঘাত সংবেদী সাংবাদিকতায় ভাষার গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারীদের সংঘাতে ক্ষতিগ্রস্ত গোষ্ঠী, সংঘাতের কারণ ও এর সমাধানকে গুরুত্ব দিয়ে দ্বন্দ্ব-সংঘাতের বিভিন্ন মানবিক দিক নিয়ে সংবাদ প্রতিবেদন তৈরিতে এই কর্মশালা সহায়তা করবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত সাংবাদিকদের প্রতিনিয়তই নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। যেমন কোন রাজনৈতিক এবং অ-রাজনৈতিক সহিংসতামূলক ঘটনায় দু’পক্ষের মধ্যকার সংঘাতের খবর সংগ্রহ করাই সাংবাদিকের জন্য কোন কোন ক্ষেত্রে এতটাই কঠিন হয়ে পড়ে যে, একসময় বাধ্য হয়ে তাকে ওই সংবাদের তাৎক্ষণিকতা বজায় রাখতে ঘটনার সত্যতা ও ভারসাম্যের সঙ্গে সমঝোতা করতে হয়। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, বাংলাদেশের সাংবাদিকদের অতো জোরালো প্রতিবন্ধকতার সম্মুখিন না হলেও কখনও কখনও একই ধরনের উভয় সঙ্কটের মুখে পড়তে হয়।
বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্ম প্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।
বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট (কউগউ)-এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোস্যাল কাউন্সিল-এর বিশেষ পরামর্শক মর্যাদা প্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস (ডঝওঝ) পুরস্কার-২০১৬, ২০১৭ এবং ২০১৯-এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।