পূর্বময় ডেস্কঃ
রেডিও -১৯এর পক্ষ থেকে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন, রেডিও ১৯-এর প্রধান নির্বাহী রনি রাসেল । ৮ ই ডিসেম্বর -১৯রোজ রবিবার দুপুর ১২টায় টাউন হল চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন শ্রেনী পেশার সুধীজনদের উপস্থিতিতে হুইলচেয়ার বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম,
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এ,কে,এম,ফখরুল আলম বাপ্পাী চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ,কে,এম, তাজুল ইসলাম খোকন,সাংস্কৃতিক সম্পাদক কবি মোস্তাফিজুর বাসার ভাসানী, সাংবাদিক নিয়ামুল কবির সজল,কবি ও সম্পাদক স্বাধীন চৌধুরী, অনসম্বল থিয়েটারের সভাপতি আবুল মুনসুর, রেডিও -১৯এর অনুষ্ঠান প্রধান আব্দুল মোহিত, আবৃত্তিকার আসাদুজ্জামান প্রমুখ।