পূর্বময় ডেস্কঃ
আজ শনিবার কালিবাড়ীস্থ উন্নয়ন সংগঠন দেশ -এর মিলনায়তনে দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করে এলায়েন্স অফ রাইট বেজড সিএসও ‘স ময়মনসিংহ। ওয়ার্কশপের বিষয় ছিল “কোঅর্ডিনেশন এন্ড লার্নিং একচেঞ্জ মিটিং উইথ সিএসও এলায়েন্স “। এলায়েন্সের সদস্য সচিব এস.এম. মজিবর রহমান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন এলায়েন্স আহ্বায়ক ড. অঞ্জন কুমার চিসাম। ফ্যাসিলিটেটর ছিলেন ডেভেলপমেন্ট কনসালটেন্ট মুস্তাসিম বিল্লাহ, উন্নয়ন সংগঠক স্বাধীন চৌধুরী এবং এলায়েন্স লিডার ইউসুফ আকন্দ মুজিবুর। ৩০টি সিএসও সংগঠনের ৪০জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।