পূর্বময় ডেস্কঃ
২৭ বছরে পদার্পন উপলক্ষে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালীটি ময়মনসিংহ টাউন হল থেকে শুরু হয়ে নতুন বাজার মোড়, বাতিরকল হয়ে টাউন হল মোড়ে অবস্থান করে ছাত্র-ছাত্রীদেরকে নিরাপদ সড়ক আইনে সম্পর্কে বিস্তারিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতনের সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, অতিঃ সম্পাদক ও গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) স্বাধীন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক আলী ইউসুফ, বিডি ক্লীন-এর ফখরুল হাসান, অনসাম্বল থিয়েটার এর সভাপতি মনসুর আহমেদসহ নিরাপদ সড়কের ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সুধী সমাজ ও গণ্যমান্য নেতৃবৃন্দ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র-ছাত্রী।