পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ(২৮-১১-২০১৯) সকালে পানিতে ডুবে তানিশা আক্তার ওরফে লামিয়া (৩) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামের কামাল মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তানিশা আজ সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এ সময় সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। এর প্রায় ঘণ্টা দুয়েক পরে সেখানে তানিশাকে দেখতে না পেয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।