পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রিনা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর নিহত হয়েছেন। নিহত রিনা আক্তার পূর্বধলা ডিগ্রী কলেজের কারিগরি শাখার ১ম বর্ষে ছাত্রী (কলেজ রোল-৭৬৭৫৭৮, ১৮/১৯ শিক্ষাবর্ষ) এবং উপজেলা জারিয়া ইউনিয়নের মানুষউড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে । বৃহস্পতিবার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা ব্রিজের দক্ষিণ পাশে তারাকান্দা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এটিএম নাজমুল হক মৃধা উপ সহকারী প্রকৌশলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে ২৭১ নম্বর ডাউন ট্রেনটি জারিয়া থেকে ময়মনসিংহ স্টেশনের উদ্দেশে যাচ্ছিল। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পুলিশ আসে।