জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন সহ দেশের সব গুলো জেলা উপজেলা ভিত্তিক এসোসিয়েশন ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনসমূহ তাদের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার জন্য নিরলসভাবে পরিশ্রম করেছে।শিক্ষার্থী ও অভিবাভকদের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে যানযট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে যাবতীয় সমস্যা সমাধানে নিরলস ভাবে পরিশ্রম করেছে যা অনেক প্রশংসা কুড়িয়েছে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও অভিবাভকদের কাছ থেকে। এবার ‘নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন’ এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জেলা/আঞ্চলিক ভিত্তিক ছাত্রসংগঠন কে নিয়ে প্রথমবারের মত আয়োজন করা হয়’আন্তঃসংগঠন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’। যেখানে বিশ্ববিদ্যালয়ের ১২ টি সংগঠন অংশগ্রহণ করে। উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় “নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন ” এবং রানার আপ হয় “রংধন”। এ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশনের যুন্ম আহবায়ক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তালহা।
তিনি বলেন” সব সংগঠনের সতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগীতার জন্য অতন্ত্য সুষ্টু ও সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। এভাবে সবার সহযোগীতা থাকলে সামনে আরো টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।”
এ সম্পর্কে উক্ত এসোসিয়েশনের আহবায়ক মোঃ আবু বকর সিদ্দিকী রিয়াদ এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, “ভর্তি পরীক্ষার সময় ৫ দিন প্রায় সকল সংগঠন নিঃসার্থভাবে কাজ করে থাকে এবং বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর অবস্থা বিরাজ করে। সে ধারাবাহিকতায় সব সংগঠনের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নিতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য গড়ে তুলতে এবং ভবিষ্যৎে সার্বিক কাজে সবাই মিলে একতার সাথে করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। ভবিষ্যৎ দিন গুলোতে আমরা আরো ভাল কিছু করার আশা রাখি।”