জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ভর্তি পরীক্ষা ২০১৯-২০ শিক্ষাবর্ষে উপলক্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের অভিনন্দন জানাতে শিক্ষার্থীদের মাঝে নানান ইতিবাচক কাজের মাধ্যমে বঙ্গবন্ধু চেতনা ছড়িয়ে দিতে ছাত্রলীগের পক্ষ হতে নিরলস কাজ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহ ফুজুর রাজ্জাক অনিক। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টলে এবং এসোসিয়েশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে লেখা
“অসমাপ্ত আত্নজীবনী” বই বিতরণ করা হয়।
এ ছাড়াও বঙ্গবন্ধু,শেখ হাসিনার দেয়ালিকা অঙ্কন করা হয়। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সৃষ্ট শুকনা ময়লা আবর্জনা আশেপাশের রস্তায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এ ব্যাপারে মাহ ফুজুর রাজ্জাক অনিকের কাছে জানতে চাইলে তিনি বলেন,আসন্ন ভর্তি পরীক্ষা ২০১৯-২০ শিক্ষাবর্ষে উৎসব মূখর পরিবেশে ছাত্রলীগের ইতিবাচকতার দ্বারা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।প্রতিবারের ন্যায় গতানুগতিক ধারায় এবারও কাজের মাধ্যমে প্রমান দিতে চাই কবি নজরুল ছাত্রলীগ পরিবার অনন্য ।তিনি আরও বলেন,জাতির পিতার চেতনা ও আদর্শের বলিয়ান ছাত্রলীগ গঠনে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। সামনে আশা রাখি আরও কাজ করে যাবো।
মূলত ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ইতিবাচক কর্মকান্ড বজাই রেখে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা উদ্বুদ্ধ করার লক্ষ্যেই তার নানান উদ্যোগ।