নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় লবণ নিয়ে গুজব ছড়ানোয় এক ব্যবসায়ীকে আটক এবং অন্য এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার খালিয়াজুরী ও কেন্দুয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, লবণের দাম বেড়েছে বলে গুজব ছড়ানোর অভিযোগে হায়দার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে খালিয়াজুরী সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হায়দার চৌধুরী শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এদিকে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে কেন্দুয়া উপজেলায় বাচ্চু মিয়া নামে এক লবণ ব্যবসায়ীকে (ডিলার) ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল থেকে বাজারে লবণের দাম অস্বাভাবিক বেড়ে গেছে এবং লবণ পাওয়া যাচ্ছে না- এমন গুজবে মানুষ হুমড়ি খেয়ে দোকানের সামনে ভিড় করে লবণ ক্রয় করতে থাকে। খবর পেয়ে কেন্দুয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় লবণ ডিলার বাচ্চু মিয়ার আড়তেও অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির সত্যতা পাওয়ায় বাচ্চু মিয়াকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। বাচ্চু মিয়া জরিমানার ৭০ হাজার টাকা পরিশোধ করে।
এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, এ নিয়ে বাজার কমিটির সঙ্গে বিকালে মিটিং আছে। এছাড়াও প্রতিটি উপজেলায় ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিংয়ে বেড়িয়েছেন। লবণ নিয়ে গুজবে কাউকে জড়িত পেলে আটক করা হবে।
এ ধরনের গুজব বন্ধে প্রশাসন, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।