সম্রাট পারভেজঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের “এ” ইউনিটের পরিক্ষার মাধ্যমে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। আজ বেলা ১১.০০ টা থেকে বিকাল ১২:৩০ ও বিকাল ২.০০ থেকে ৩:৩০ পর্যন্ত মোট দুই শিফটের মাধ্যমে সমাপ্তি ঘটে আজকের “এ” ইউনিটের ভর্তিপরিক্ষা।
আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার্থীদের পাশে দাড়ান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ পরিবার।জা.ক.কা.ন.ই.বি ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের উদ্দ্যেগে ভর্তি পরিক্ষার্থী ও অভিবাভকদের যাবতীয় সমস্যা সমাধান ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টিতে বিভিন্নভাবে অবদান রাখেন।আজকের কর্মসূচিতে তারা অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানিসহ কলম বিতরণ এবং আগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল প্রদান করেন এছাড়াও ভর্তি সংক্রান্ত যে কোন তথ্যের জন্য ছাত্রলীগের লিফলেট বিতরণ এবং
“এসো নবীন দলে দলে,ছাত্রলীগের পতাকাতলে”
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু!
স্লোগানে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এছাড়া এলাকাবাসীর তৎপরতা ও অবৈধ ব্যবসায়িদের খাদ্যের উর্ধ্ব মূল্য ও পরিবহন সমস্যার যে কোন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিতে তাৎক্ষণিক তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রাকিবুল হাসান রাকিব জানান “বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্য রাখতে ভর্তি পরিক্ষার শেষ দিন পর্যন্ত কাজ করে যাবে ছাত্রলীগ পরিবার এবং কোন অরাজক পরিবেশ সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ছাত্রলীগ পরিবার”।