বাবলী আকন্দ ঃ মানুষের মৌলিক অধিকারগুলোর সমষ্টিই হচ্ছে মানবাধিকার। এই অধিকারগুলো পূরণ করার দায়িত্ব একটি রাষ্ট্রের। গণমাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যাকে সমাজের দর্পণ বলা হয়। সাধারণ মানুষের ক্ষুন্ন হওয়া অধিকারগুলো তুলে ধরে প্রকাশ করেন একজন সাংবাদিক।
কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে দেখা যায়, গণমাধ্যমেও একজন সাংবাদিকের মত প্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করা হয়। তবে সাংবাদিকতার পাঁচটি প্রধান স্তম্ভকে অনুসরণ করে খবর প্রকাশ করা হলে তা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মূল্যায়িত হয়।
আজ ভয়েস এর আয়োজনে ময়মনসিংহ বিভাগের সাংবাদিকদের নিয়ে সারাদিনব্যাপি এনহ্যান্স ক্যাপাসিটি অন ফ্রিডম অব এক্সপ্রেশন এন্ড হিউম্যান রাইটস রিপোর্টিং এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান। তিনি তাঁর বক্তব্যে সমাজের মানুষদের জন্য সাংবাদিকতার লেখনীর মধ্য দিয়ে পরিবর্তনের পক্ষে উন্নয়নের লক্ষ্যে একটি সুন্দর দেশ গঠনের আহবান জানান। এসময় তিনি বিভিন্ন ইংরেজি শব্দের অর্থকে ব্যবহার করে তার উদাহরণ তুলে ধরেন।
আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল, কবি স্বাধীন চৌধুরী, কালের কন্ঠের ময়মনসিংহ প্রতিনিধি নিয়ামুল কবির সজল, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক আশিক চৌধুরী, পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন আফতাব খান শাওন।
উপস্থিত ছিলেন সজল কোরায়সী, অনিন্দ্য মিন্টু, সময় টিভির নেত্রকোনা প্রতিনিধি আল্পনা বেগম, ভয়েসের প্রোগ্রাম এসোসিয়েট মেহেদী হাসান নাঈমসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।