বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম -এর সেমিনারে বক্তারা ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার এবং সংবিধানে তা উল্লেখ করতে হবে

Date:

Share post:

 

পূর্বময় ডেস্কঃ
১৬ নভেম্বর ২০১৯, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের উদ্যোগে “এক বিশ্ব, এক ইন্টারনেট, এক স্বপ্ন” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা
জব্বার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের জনাব হাসানুল হক ইনু, এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব এ এইচ এম বজলুর রহমান, পলিসি রিসার্চ ফেলো, শেপিং দ্য ফিউচার অব মিডিয়া, এন্টারটেইনমেন্ট এন্ড কালচার ইন দ্য এরা অব ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রিভ্যুলেশন, বিআইজিএফ। তিনি বলেন, আমাদের এবারের ফোকাস হলো (১) ডাটা গভর্নেন্স (২) ডিজিটাল ইনক্লুশান
এবং (৩) সিকিউরিট, সেফটি, স্ট্যাবিলিটি এবং রেজিলেন্স। তাছাড়াও এই কর্মসূচিকে আরো সমৃদ্ধ করবে কমিউনিটি ভিত্তিক বেস্ট প্র্যাকটিস ফোরাম অন বিগ ডাটা, ইন্টারনেট অফ থিংস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, জেন্ডার এন্ড একসেস এবং লোকাল কনটেন্ট এমনকি ১৮ টি মাল্টি-স্টেকহোল্ডার এর ডাইনামিক কোয়ালিশন এর কাজ এবং ১১৬ টি জাতীয় এবং আঞ্চলিক ইন্টারনেট
গভর্নেন্স এর বিভিন্ন উদ্যোগ রয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন পল ভেরন উইলসন, ডিজি, এপনিক, জনাব আমিনুল হাকিম, ইন্টারনেট
সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন, জনাব ড. নাজমুল হোসাইন, কান্টি রিপ্রেজেনটেটিভ এফএনএফ
বাংলাদেশ, ড. এস এম মোর্শেদ, মিডিয়া এন্ড কমিউনিকেশন এক্সপার্ট, কর্নেল রকিবুল হাসান, জনাব
কাজী হাসান রবিন, জনাব জাহাঙ্গীর হোসাইন, জনাব সেলিনা শারমীন, জনাব জাহিদুর রহমান, জনাব
আফিফা আব্বাস, জনাব সৈয়দ তামজিদুর রহমান, সাংবাদিক নেতা জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, ড.
গোলাম রহমান, প্রফেসর এস এম শামীম রেজা, জনাব মোজাহিদুল ইসলাম, জনাব জাইন আল মাহমুদ,
জনাব আফরোজা হক রীনা, জনাব ফারুক ফয়সাল, প্রফেসর মাসুদা এম. রশিদ চৌধুরি, এমপি, জনাব
গীতি আরা নাসরিন, জনাব সুভাষ সিংহ রায়, প্রফেসর মাসুদ এ খান, জনাব সুমন আহমেদ সাবির,
প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ড. হাফিজ মো: হাসান বাবু, সৈয়দ আলমাস কবির, জনাব
সৈয়দ উল মুনির ও ড. আবু জাফর মোহম্মদ শরিফুল আলম ভঁূইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোস্স্তফা জব্বার বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে আগামী বিশ্বকে নিতে
হবে বহুবিধ চ্যালেঞ্জ। ২০২১ সালের মধ্যে আমাদেরকে ৫ জি টেকনোলজির ব্যবহার করতে হবে এবং ইন্টারনেটের আওতায় সারা দেশকে যুক্ত করা হবে। উন্নত দেশগুলো চতুর্থ শিল্প বিপ্লবকে ভালোভাবে মোকাবেলা করলেও তা হবে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। উন্নত দেশগুলো এই শিল্প বিপ্লবে টিকে থাকবে কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমদেরকে
টেকনোলজিক্যালি আরো অগ্রসর হতে হবে এবং দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে।

জনাব হাসানুল হক ইনু বলেন, সংবিধানে মানুষের মৌলিক অধিকারের সাথে ইন্টারনেট ব্যবহারকে এখন মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। এখানে সরকারকে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় ডিজিটাল ও মিডিয়া লিটারেসীর পাশাপাশি গোটা শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আনতে হবে।
বক্তারা বলেন, ডাটা গভর্নেন্স, ডিজিটাল ইনক্লুশান এবং সিকিউরিট, সেফটি, স্ট্যাবিলিটি এবং রেজিলেন্স। তবে এর পরিবর্তনগত প্রভাব পরবর্তী ভবিষ্যত স্থায়ীত্বের বিষয়ের ওপর পর্যালোচনা করবে,বিশেষ করে আমাদের অর্জনের ওপর এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে। যাই হোক, এই ব্যাপক সুবিধাবলী অনেক চ্যালেঞ্জ এবং আশংকা নিয়ে আসবে। আমরা ক্রমাগত সাইবার আক্রমণ, ডাটা ও ব্যক্তিগত বিশ্বাস ভঙ্গ, হেইট স্পিচ এবং সেন্সরশীপের সমস্যার সম্মুখিন হচ্ছি। এই ইমারজিং চ্যালেঞ্জগুলো ইন্টারনেটের প্রভাবের ওপর হুমকি হয়ে দাড়িয়েছে এবং ইন্টারনেটের সুফলকে দুর্বল করে
ফেলে। এই বিষয় নিয়ে আমাদের আরো কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

শেহাবি’র ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবীতে নেত্রকোণায় মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার বেলা...

আটপাড়ায় মারামারির মামলায় আ. লীগ নেতা দুওজ ইউপি মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবদেক: নেত্রকোণার আটপাড়া থানা পুলিশ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে দুওজ ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারামারির মামলায়...

নেত্রকোণায় ইন্টারনেট শাটডাউন পরিস্থিতি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় জেলার সাংবাদিকদের অংশগ্রহণে 'ইন্টারনেট শাটডাউন ও বাংলাদেশ; সার্বিক পরিস্থিতি' শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায়...