বাবলী আকন্দ ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর সাধারণ সভা ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কস্থ বৈশাখি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ ময়মনসিংহসহ বিভিন্ন জেলার সকল উপজেলাতেও উদযাপন পরিষদের কমিটি গঠন করে বছরব্যাপী জেলার অনুরূপ কর্মসূচী পালনের উদ্যোগ নেয়া হবে।
বছরব্যাপী নানা কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, রচনা ও কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা, নাটক, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানসহ প্রভৃতি।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর আহবায়ক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল। সাধারণ সভা সঞ্চালনায় ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর সদস্য সচিব অধ্যাপক দিলরুবা শারমিন।
উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড আনিসুর রহমান, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আতাউল করিম খোকন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাসানি,কবি শামসুল ফয়েজসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।