বাবলী আকন্দ ঃ কর প্রদান করা রাষ্ট্রীয় দায়িত্ব। আপনারা কর প্রদান করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ২০১১-১২/১২-১৩ সালে করের পরিমাণ যা ছিল তার থেকে বর্তমানে করের লক্ষ্যমাত্রা ও আদায় অনেকগুণ বেশি। এ পরিসংখ্যানে অল্প সময়ের মধ্যে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি তা সত্যিই প্রশংসনীয়। আর এ প্রশংসা, এ সম্মান তাদের জন্য যারা কর পরিশোধ করেছেন এবং নিয়মিত কর দিয়ে যাচ্ছেন।ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর আপনাদের গুরুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমেই আগামী ২০৪০ সালে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পৌঁছে যাবে। করদাতাদের দেয়া করের মাধ্যমেই রাজস্ব আয় বৃদ্ধি পাওয়ায় আজ পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্মাণ হচ্ছে। বিভিন্ন সফলতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রী আজ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন সফলতার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, করদাতাদের উৎসাহিত করতে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতাদের বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডি আইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের এএসপি হুমায়ুন কবির, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা, দি ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি এডভোকেট সাদিক হোসেন, সর্বোচ্চ করদাতা মাহবুব রেজা করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ শামীমুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী কর কমিশনার এস এম মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা এবং সম্মানিত করদাতাগণ।
আলোচনা শেষে দীর্ঘ সময়ে কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী, সর্বোচ্চ তরুণ করদাতা এই চারটি ক্যাট্যাগরীতে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি করপোরেশনের শ্রেষ্ঠ করদাতাদের মাঝে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনের দীর্ঘ সময়ের কর প্রদানকারী নরেন্দ্র মোহন সাহা,সালেহউজ্জামান খান, সর্বোচ্চ কর প্রদানকারী মাহবুবুল আলম, ফজলুল হক ফজল, খন্দকার মাহবুব আলম, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী ডা.জিন্নাতুন নূর, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা মোঃ লিটন মিয়া সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেছেন।