স্টাফ রিপোর্টার ঃ স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাতির গৌরব নূর হোসেন সম্পর্কে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মিথ্যা ও অসামাজিক মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে গতকাল শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এড এমদাদুল হক মিল্লাতের সভাপতিত্বে এড. নজরুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ ট্যাক্সেস বারের সভাপতি এড সাদেক হোসেন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড বদর আহমেদ, মহিলা পরিষদের সভাপতি মনিরা বেগম অনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এড.আব্দুল মোতালেব লাল, সাংবাদিক নিয়ামুল কবির সজল, এড সাইফুল সালেহীন প্রমুখ।
মানব বন্ধনে বক্তাগণ বলেন, যিনি ছাত্ররাজনীতিই বুঝেন না তার কাছ থেকে ধরনের অসামাজিক মন্তব্য ছাড়া আর কিইবা করতে পারেন। তবে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক নেতৃবৃন্দরা এখনো তাদের মনোবল এবং সাহস হারাননি। শহীদ নূর হোসেন সম্পর্কে রাঙ্গার অসামাজিক মন্তব্যের সমুচিত জবাব তারা দিতে পারেন। বর্তমান সরকারের ছত্রছায়ায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান এ ধরনের মন্তব্য করছেন। বর্তমান সরকারের কাছে রাঙ্গার শাস্তির দাবী জানানো হলো। এক্ষেত্রে ময়মনসিংহের জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন রুমির সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের জন্য তাকে হুশিয়ারি করা হয়।এতে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মিন্টুসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাবেক অন্যান্য নেতৃবৃন্দ।