বাবলী আকন্দ ঃ লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠী ও হিজড়া সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। হিজড়াদের আচার আচরণ পরিবর্তনের পাশাপাশি তাদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টভঙ্গি পরিবর্তনের আহবান জানান সিভিল সার্জন ডা.মুজিবর রহমান।
বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে তৃতীয় লিঙ্গ হিজড়াদের এইডস প্রতিরোধ ও সচেতনতা মূলক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। তিনি বলেন, এইডস প্রতিরোধে পারিবারিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। নিজেকে সচেতন হতে হবে।
এসময় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা.পরীক্ষিত কুমার পাড়, মেডিকেল অফিসার ডা. ইকবাল আহমেদ নাসের, এড পাপেল আহমেদ, হিজড়া সন্ধ্যা ইসলাম।
হিজড়া সম্প্রদায়ের পক্ষে হিজড়া তনু বলেন, আমরা পরিবার সমাজ থেকে বঞ্চিত। আমরা অসহায়। আমাদের কেউ থাকার জন্য ঘর পর্যন্ত ভাড়া দেয় না। যদিওবা দেয় বস্তিতে একটা ঘর সেটারও বেশি ভাড়া চায়। আমাদের নামে অনেক অভিযোগ আছে সাধারণ মানুষের। আমরা বাসে,ট্রেনে টাকা উঠাই,ভিক্ষাবৃত্তি করি। কিন্তু কেন যে এসব করি,আমাদের দুঃখ কেউ বুঝে না। আমাদের কোথাও কাজে নেয় না। কাজে না নেওয়ার কারণে পেটের দায়ে এ পথে আসতে হয় আমাদের।
জেলা প্রশাসনসহ বিভিন্ন জায়গায় আমরা আমাদের পূনবার্সনের জন্য আবেদন করেছি। কিন্তু চেয়ার টেবিল আর মৌখিকেই রয়ে যায় সকল ব্যবস্থা। গুরুত্ব দিয়ে কেউ আমাদের কথা ভাবে না। তবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছেন। অনেকের আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হচ্ছে। হিজড়াদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁরা যেন উপযুক্ত পরিবেশ পায় সেই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই। অন্যান্য জায়গার মতো আমাদের ময়মনসিংহেও আপনাদের মাধ্যমে হিজড়াপল্লীর দাবী জানাই।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করেন বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির ম্যানেজার আব্দুল আল আশিক।
উল্লেখ্য, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয়ের নির্দেশনা, অনুমোদন এবং সহযোগিতার মাধ্যমে হিজড়া ও লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে সমাজে বসবাসের জন্য স্বাস্থ্য সেবা,মানবিক অধিকার ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।