আকাশ বলো বাতাস বলো
দেখি তোমার মুখ,
কবিতায় বলো গল্পে বলো
তোমায় ভেবেই সুখ।
নদী বলো সাগর বলো
ছড়ায় তোমার ধর্ম,
দোয়েলের বলো কোয়েলের বলো
তোমার গানই কর্ম।
গোলাপে বলো পলাশে বলো
দেখি তোমারই ছবি,
তোমার চলার পথ খুঁজে আজ
আমি হলাম কবি।
বটে বলো কাঁঠালে বলো
তোমার পরশ ছায়া,
তাই বুঝি এই ধরনীর মাঝে
ভালোবাসা আর মায়া।
জ্যোৎস্নায় বলো চাঁদে বলো
তুমিই থাকো মাঝে,
তোমায় দেখে উতলা মন
বসে না কোন কাজে।
দিনে বলো রাতে বলো
তুমিই থাকো মনে,
স্রষ্টার তরে হাজার শোকর
তোমার উম্মত বনে।
তুমি হলে নূর নবীজি
মুহাম্মদ রাসূল ( সাঃ),
তোমার নামে দরূদ পাঠে
প্রাণটা যে ব্যাকুল।