বাবলী আকন্দ ঃ চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিতব্য কর্মপরিকল্পনায় নারীর অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতাস্বরুপ নারীর দারিদ্র্য, শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা, সশস্ত্র সংঘাত, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ,প্রাতিষ্ঠানিক কার্যপদ্ধতি, মানবাধিকার, গণমাধ্যম, পরিবেশ এবং কন্যা শিশু এ ১২ টি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র চিহ্নিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে নারীদের কি ধরনের অবস্থান পরিলক্ষিত হচ্ছে সেই বিষয়ে ইউ এন উইমেন বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ মহিলা পরিষদ এর পর্যালোচনাটি পরিচালনা করছে।
এই পর্যালোচনার অংশ হিসেবে বেইজিং + ২৫ পর্যালোচনা : নাগরিক সমাজের সম্পৃক্তি বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কমিটির সভাপতি মনিরা বেগম অনুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন,
আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাস পুরকায়স্থ, সীমা মোসলেম, ইউএন উইমেন বাংলাদেশ এর প্রোগ্রাম এনালিস্ট তপতী সাহা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭,৮,৯ এর সংরক্ষিত মহিলা আসনের মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, মহিলা ক্লাব (বিশেষ ভাবে সক্ষম) এর সভাপতি তাহমিনা আক্তার, অশোক সাহা, স্বপ্না আরেং, সাইফুল সালেহীন, সুমি দাস।
নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত জীবনের অভিজ্ঞতা সহভাগিতা করেন শিল্পী সুলতানা, স্বাধীন চৌধুরী, অর্থী আঞ্জুম। অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মরিয়ম বেগম ময়না।
উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ এর ক্রেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, এড লীলা রায়, সজল কোরায়সীসহ ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন নেতৃবৃন্দ।