স্টাফ রিপোর্টার ঃ ঢাকার গুলশানে গাড়ি চাপায় আদিবাসী তরুণী পপি ত্রিপুরাকে হত্যার বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে আজ বিকালে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। সড়কে, কর্মক্ষেত্রে এমনকী গৃহে কারও জীবনের নিরাপত্তা নাই। পপি ত্রিপুরার হত্যাকারীকে গ্রেফতার বা বিচারের আওতায় না এনে উল্টো তাঁর পরিবারের ওপর চাপ তৈরি করেছে। মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিয়ে প্রভাবশালী খুনিকে বাঁচানোর অপচেষ্টা চলছে। নিরাপদ সড়ক এবং নিরাপদ জীবনের জন্য রাষ্ট্রের মেরামত জরুরি।
বক্তারা আরও বলেন, প্রতিটি সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধী চালকদের বিচার না করার কারণেই এরকম ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে। সভায় বক্তব্য রাখেন রিয়াদাব তামিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হৃদয় চাকমা, সাধারণ সম্পাদক, আদিবাসী ছাত্র সংগঠন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, হ্লা সিং অংমারমা সভাপতি, জুম্ম স্টুডেন্ট এ্যাসোসিয়েশন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, নিউটন চাকমা, দপ্তর সম্পাদক, জুম্ম স্টুডেন্ট এসোসিয়েশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তমাল চিরান, সভাপতি, আদিবাসী ছাত্র সংগঠন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আরাফাত রিলকে, শিক্ষানবিশ আইনজীবী ও লেখক, আদনান ঈশান,জয়নুল আবেদিন চারুকলা ময়মনসিংহ প্রমুখ।