নকলা প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ০৩ নভেম্বর রবিবার নানা আয়োজনে জেল হত্যা দিবস পালন করেছেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সংগঠন। ১৯৭৫ সালে এই দিনে জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয় পরে বিকাল ৩ টায় নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আঃ খালেক, ফেরদৌসুর রহমান জুয়েল, নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল হক সোহাগ, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ন আহব্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, নকলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেভিড প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নকলা উপজেলা আওয়ামীল, যুবলীগ, ছাত্রলীগ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলীয় নেত্রীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।