শিমুল শাখাওয়াতঃ
আজ #৩রা নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস। ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরও ভয় যেন পিছু ছাড়েনি মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তির! সদা সর্বদাই পুনরায় এদেশ পাকিস্তান হোক এ যেন একমাত্র অঙ্গীকার (যা এখনো মাথাচাড়া দেয়) তাই ১৫ই আগস্ট ১৯৭৫”এর পর আরো একটা কলঙ্কময় অধ্যায় যোগ হয় “১৯৭৫ সালের #৩রা নভেম্বর। এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহচর ও দেশের চার জাতীয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অবর্তমানে
( বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পর পর ২৫শে মার্চ তাঁকে ধরে নিয়ে যায় সামরিক জান্তা) ও যুদ্ধকালীন সময়ের দেশের ভারপ্রাপ্ত প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপটেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান কে কেন্দ্রীয় কারাগারে মধ্যরাতে নির্জন প্রকোষ্ঠে প্রথমে গুলি এরপর বেনায়েট দিয়ে খুঁচিয়ে নির্মম হত্যা করে মৃত্যু নিশ্চিত করা হয়। জাতি হয় স্তম্ভিত ! বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ষড়যন্ত্রকারীরা মোশতাক সরকারের সঙ্গে যোগ দিতে বলায় এক মুহুর্তের জন্য ও রাজী না হয়ে ঐ প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করায় জাতীয় চার নেতাকে নিক্ষেপ করা হয় কাল কুঠুরিতে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় নিরাপদ বেষ্টনীর ভেতরে রাতের আঁধারে হত্যা করা হয় তাদের।
বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ গোলাম মুরশিদ তাঁর মুক্তিযুদ্ধ ও তারপর গ্রন্থে উল্লেখ করেন খন্দকার মোশতাক, বঙ্গবন্ধুর দুই খুনী কর্নেল (অব) সৈয়দ ফারুক রহমান ও লে: কর্নেল (অব) খন্দকার আব্দুর রশীদকে নিয়ে ঠিক করেন কোনো পাল্টা অভ্যুথথান হলে, কেন্দ্রীয় কারাগারে আটক জাতীয় চার নেতা তাজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী ও কামরুজ্জামান কে হত্যা করা হবে যাতে নতুন সরকার গঠিত হলেও তারা নেতৃত্ব না দিতে পারেন। এই ছক নির্দিষ্ট করে জেলখানা হত্যার মুল পরিকল্পনা করা হয় এবং ফারুকের একান্ত সহকারী রিসালদা মুসলেহ কে প্রধান করে পাঁচ সদস্যের ঘাতক দল গঠন করে কেন্দ্রীয় কারাগার যা কিনা নিরাপদ সেই কারাগারের ভেতরে অত্যন্ত ভাবে নির্মম ভাবে তাদের হত্যা করা হয়। জেল হত্যার পর দিন উপ কারা পরিদর্শক কাজী আব্দুল আউয়াল লালবাগ থানায় একটি মামলা দায়ের করলেও থেমে যায় সব। ১৯৯৬সালে আওয়ামী লীগে ক্ষমতায় এসে পুনরুজ্জীবিত করে এবং ১৯৯৮সালে ১৫ই অক্টোবর ২৩ জন কে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ।২০০৪ সালে ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মতিউর রহমান এই মামলার রায় দেন। তিনজনের মৃত্যুদণ্ড এবং ১২জনের যাবজ্জীবন বহাল থাকলেও ২০০৮ সালে ২৮শে আগষ্ট হাইকোর্ট মৃত্যুদণ্ড বাতিল ও যাবজ্জীবন কারাদণ্ড
মওকুফ করেন। পরে হাইকোর্টের দেয়া রায় বাতিল এবং বিচারিক আদালতের সাজা বহাল রেখে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩শে এপ্রিল সুপ্রিম কোর্ট পলাতক দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের
উল্লেখ্য;
কলঙ্কিত অধ্যায়, এই জাতীয় চার নেতার হত্যার বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হবার কারণ সমুহ খুঁজতে ১৯৮০ সালের ১৮ ই সেপ্টেম্বর লন্ডনে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।
অধ্যাপক আবু সাঈদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাকটস আ্যানড ডকুমেন্টস গ্রন্থে উক্ত কমিশনের বিষয়ে উল্লেখ আছে; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সৈয়দ নজরুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম, মনসুর আলীর পুত্র মোহাম্মদ সেলিম এর আবেদনের পরিপ্রেক্ষিতে স্যার থমাস উইলিয়াম , কিউ সি এম পি এর নেতৃত্বে এই কমিশন গঠন করা হয় যা দেশ ও বিদেশে অত্যন্ত সমাদৃত হলেও বাংলাদেশ সরকারের অসহযোগিতায় এবং তদন্ত কমিশনের একজন কে এদেশে আসার ভিসা না দেয়ায় বন্ধ হয়ে যায় তদন্ত। জিয়াউর সরকার ক্ষমতায় তখন। এবং জিয়াউর রহমান প্রেসিডেন্ট পদাসীন।