পূর্বময় ডেস্কঃ
আগামী ৯ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন পরশুরামের সন্তান আবদুল হালিম শাহজাহানের নাম। তিনি বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক পদে ২০০৯ থেকে ও যুব শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আহবায়ক পদে ২০০৬ থেকে আছেন। সারা দেশের দুই সংগঠনের নেতা কর্মিরা তাকে সৎ, যোগ্য, পরিশ্রমী, ক্লিন ইমেজের শ্রমিক নেতা হিসেবে চেনেন। তাছাড়া বর্তমান জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ৩৫ জনের মধো বেশির ভাগেরই বয়স ৬০ এর উর্ধে। অনেকে বয়সের ভারে চলাফেরা করতে কষ্ট হয়। এ আবস্থায় প্রধান মন্ত্রী দলের নেতা নির্বাচনে শিক্ষিত, সৎ, যোগ্য, পরিশ্রমী, ক্লিন ইমেজের শ্রমিক নেতাকে দায়িত্ব দিতে বলে আবাস পাওয়া যাচ্ছে। ছাএ রাজনীতি থেকেই আবদুল হালিম শাহজাহান আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তিনি ১৯৮৬-৮৭ সালে নিজ এলাকার ধনিকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র লীগের সাধারণ সম্পাদক, ১৯৮৭-৯০ পরশুরাম সরকারি কলেজ ছাত্র লীগের সহসভাপতি ও ১৯৮৯-৯৩ পরশুরাম উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৫ সাল থেকে ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত রয়েছেন। ১৯৯৫-২০০৮ অগ্রণী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক, ২০০৯- ২০১৬ অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ থেকে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) কেন্দ্রীয় কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি বাংলাদেশ ইনিষ্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর মেম্বার। তিনি জাপান, সিংগাপুর, মালেশিয়া, ব্রাজিল, ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা সহ অনেক দেশে শ্রম বিষয়ক সেমিনার ও ওয়ার্কসপে যোগদান করেন।