পূর্বধলা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার প্রথম দিনের জেএসসি ও জেডিসি পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার উপজেলায় জেএসসি পরীক্ষার প্রথম দিনে পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয়, হিরণপুর উচ্চ বিদ্যালয়, কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়, শালথী উচ্চ বিদ্যালয় ও সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩হাজার ৫শ’৮৬জন। এর মধ্যে মোট উপস্থিত ছিল ৩হাজার ৫শ’ ১৫জন। উপস্থিতিদের মধ্যে ছাত্র ছিল ১হাজার ৮শ’১জন ও ছাত্রী ছিল ১হাজার৭শ’১৪জন। অনুপস্থিত ছিল ৭১জন। এর মধ্যে ছাত্র ৩০জন ও ছাত্রী ৪১জন।
অপর দিকে জেডিসি পরীক্ষার প্রথম দিনে পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসা ও কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল দাখিল মাদ্রাসার দুটি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৫শ’১২জন। এর মধ্যে মোট উপস্থিত ছিল ৪শ’৮৬জন। উপস্থিতিদের মধ্যে ছাত্র ছিল ১শ’৮১জন ও ছাত্রী ছিল ৩শ’৫জন। অনুপস্থিত ছিল ২৬ জন। এর মধ্যে ছাত্র ১৮জন ও ছাত্রী ০৮জন।
অপরদিকে নবম শ্রেণির (ভোক) পরীক্ষার তিনটি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ৫শ’৮৭ জন। অনুপস্থিত ছিল ২২ জন।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা তথ্যাবধায়ক কর্মকতা উম্মে কুলসুম জানান, প্রত্যেকটি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্নভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের পরিক্ষায় কোনো পরিক্ষার্থী বহিস্কার হয়নি।