নকলা প্রতিনিধি ঃ “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ০২ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবসে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন, সমবায়ী দপ্তর ও সমবায়ীবৃন্দ।
সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সামনে থেকে এক র্যালী বের হয়ে নকলা শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন অতিথি বৃন্দ।
উক্ত সমবায় দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান। সমবায়ী সাদ্দাম হোসেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সমবায় অফিসার বাহাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় প্রায় শতাধিক সমবায়ী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।