নকলা প্রতিনিধি ঃঃ “দক্ষ যুব গড়ছে দেশ-শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় ০১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক র্যালী বের হয়ে নকলার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এসে শেষ হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা আওয়ামীলগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং তার আওতাধীন ন্যাশনাল সার্ভিসে উপকার ভোগী কর্মীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ র্যালীতে অংশগ্রহন করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদের নতুন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদ সদস্যমোঃ সানোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক আলমগীর আজাদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান(বাবু), উপজেলা যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিকরুল হাসান পিকুল ও সাধারন সম্পাদক মজিবুল আজাদ ডেভিড বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে এবং বারবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে যার তার অবস্থান থেকে দেশের দক্ষ জনশক্তিতে সৎভাবে কঠোর পরিশ্রমের তাগিদ প্রদান করেন।
র্যালী ও আলোচনা সভা সফল করতে পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগসহ সফল সরকারের ন্যাশনাল সার্ভিসের আওতাধীন উপকার ভোগীদের প্রায় ২ শতাধিক কর্মী, নকলার যুব সমাজের একাংশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।