বাবলী আকন্দঃ চলমান ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের আওতায় যদি সুষ্ঠুভাবে নদ খনন, এর দুপাশকে দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব উপযোগী করে তোলা যায় তবে ময়মনসিংহ বিভাগই হবে আগামী দিনে বিশ্বের অন্যতম পর্যটনের আকর্ষণ কেন্দ্র।
এ ব্যাপারে পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন (পরউআ) এর ময়মনসিংহ শাখা কমিটি তাদের ১১ দফা দাবী নিয়ে আজ ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর নিকট স্মারক লিপি পেশ করেন।
১১ দফা দাবীতে তাঁরা উল্লেখ করেন, ব্রহ্মপুত্র নদ খননের বিস্তারিত পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা, ব্রহ্মপুত্র নদ খননের মধ্যবর্তী লাইন ও দুইপাশের সীমানা নির্ধারণ করে সীমানা খুঁটি দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক খনন করা, নদ খনন থেকে উত্তোলিত বালু নদের দুইপাশে রেখে রাস্তা তৈরী,নদ খনন অঞ্চলে নদের সাথে যুক্ত শাখা নদী ও খালকে মূল প্রকল্পে যুক্ত করা, উত্তোলিত বালু বর্ষা ও বন্যায় যেন নদীতে আবার ফিরে যেতে না পারে সেজন্য দুই পাড় বেঁধে দেয়া, নদের অপর পাড়ে প্রস্তাবিত বিভাগীয় শহরের জায়গা ভরাট করতে নদ খননের বালু ব্যবহার করা, নদের পাশে পরিকল্পিত নৌ-বন্দর স্থাপন করা, মৎস্য অভয়ারণ্য নির্ধারণ করে রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়া, নদের দুপাশে পরিকল্পিত বনায়ন করা, নদ তীরবর্তী জনগোষ্ঠীকে খননের উপকারিতা বিষয়ে বিস্তারিত অবহিত ও উদ্বুদ্ধকরণের ব্যবস্থা, ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পকে পরিবেশবান্ধব প্রকল্পের ঘোষণা দিয়ে ময়মনসিংহ বিভাগকে দেশের সবুজ বিভাগে রুপান্তরের ঘোষণা করা।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন এর সভাপতি অধ্যক্ষ লে.কর্ণেল(অব.)ড.মোঃ শাহাব উদ্দীন, সহসভাপতি মীর গোলাম মোস্তফা, ইয়াজদানী কোরায়সী, সাধারণ সম্পাদক এড.শিব্বির আহমেদ লিটন, সহ সম্পাদক স্বাধীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল কোরায়সী ও সদস্য আব্দুল কাদের চৌধুরী ও ভাষ্কর সেনগুপ্ত।