বাবলী আকন্দ ঃ জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয় বিষয়টিকে প্রতিপাদ্য করে সারাদেশে একযোগে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। তারই ধারাবাহিকতায় আজ ২২ অক্টোবর ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সড়ক নিরাপত্তা জনসচেতনতা বৃদ্ধিমূলক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সজল কোরায়শী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
শুভেচছা বক্তব্য বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আব্দুল খালেক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। এসময় তিনি বলেন,আমাদের ধৈর্যের অভাব, আমাদের সহিষ্ণুতা নেই বলে দূর্ঘটনার হার বাড়ছে। আমাদের সকল নিয়ম থাকা স্বত্তেও আমরা তা মানতে রাজী নই। যাত্রীদের যেমন ধৈর্য নেই, চালকদেরও ধৈর্য নেই। তাই সহিষ্ণুতার সাথে চালক এবং যাত্রীদের পথ চলতে হবে। তবেই সড়ক নিরাপদ হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুইয়া, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, আনন্দমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের আহবায়ক হাজী মোঃ আব্দুল মান্নান।
এসময় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেকের নিজে সচেতন হতে হবে এবং লোভ পরিত্যাগ করতে হবে। কেননা চালকদের অতিরিক্ত যাত্রী নেয়ার লোভ,কার আগে কে যেতে এমন প্রতিযোগিতাও কিন্তু সড়ক দূর্ঘটনা বাড়ায়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক নিরাপত্তা বিষয়ে অধিকতর গুরুত্ব দিচ্ছেন। স্কুল বয়স থেকেই নিরাপদ সড়ক সম্পর্কে জ্ঞান রাখতে হবে। পথ চলাচলে বিভিন্ন চিহ্ন জেনে সতর্কতার সাথে পথ চলতে হবে। ময়মনসিংহে সোস্যাল ইনোভেশন একটি টিম গঠন করা হচ্ছে। সড়ক দূর্ঘটনা রোধ এবং চালকদের উৎসাহ দিতে চালকদের মাঝে যারা দক্ষ চালক তাদের পুরষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ ময়মনসিংহ সার্কেলের ইন্সফেক্টর সাইফুল ইসলাম, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজুর রহমান সবুজ, আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, মহিলা সম্পাদক বাবলী আকন্দ, প্রচার সম্পাদক বাছির উদ্দিন ভূঞাঁ, সদস্য এনামুল হক মামুন, রমিজ উদ্দিন সরকার, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ, শ্রমিক, নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে সড়ক নিরাপত্তা-জনসচেতনতা বৃদ্ধিমূলক রচনা প্রতিযোগিতার বিজয়ী তিনজনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।