পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন মোড়ে একটি লাল রংঙ্গের বড় টলি ব্যাগ গতকাল কে বা কারা ফেলে চলে যায়। এই নিয়ে শুরু হয়েছিল আতংক এবং কৌতুহল। সব কৌতুহলের অবসান ঘটিয়ে অবশেষে ব্যাগ থেকে অর্ধগলিত টুকরো অবস্থায় পুরুষের দেহ উদ্ধার করা হয়।
গতকাল ব্যাগে বিশাল বোমা থাকার শংকা নিয়ে হাজারো উৎসুক জনতার ভীড় জমলে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে উপস্থিত হয়েছিলেন রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশ, ডিবি, সিআইডি ও র্যাবের সদস্য।
পরে নিরাপত্তার লক্ষ্যে কোতোয়ালি পুলিশ, জেলা ডিবি পুলিশ, র্যাব, ট্রাফিক পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জায়গাটিকে ঘিরে রেখেছিল।
অর্ধগলিত দেহটি কার এখনো সনাক্তকরণ করা যায়নি।